Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে কাজ করতে হবে – মতবিনিময় সভায় মু: আসাদুজ্জামান
বিস্তারিত

এম মনিরুজ্জামান, পাবনা: বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে নিজ অবস্থান থেকে আন্তরিক ভাবে কাজ করতে হবে। তাহলে কেউ আর পিছিয়ে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আমরা গড়ে তুলবো উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। তিনি আরো বলেন, সুশিক্ষায় শিক্ষিত হয়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। দেশের কাঙ্খিত উন্নয়ন অর্জন করতে হলে পুরুষের পাশাপাশি নারীদেরকে সাথে নিয়েই এগিয়ে যেতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে, মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন, পাবনার জেলা প্রশাসক মু: আসাদুজ্জামান। পাবনার সুজানগরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই।এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান,প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীরমুক্তিযোদ্ধা ,সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডাউনলোড
প্রকাশের তারিখ
10/10/2023
আর্কাইভ তারিখ
31/07/2024