মহান বিজয় দিবস /২০১৪ এর সকল কর্মসূচিতে সুজানগর উপজেলাধীন সকল দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগণের উপস্থিত নিশ্চিত করার জন্য দপ্তর প্রধানগণকে অনুরোধ করা হয়েছে।
গত ২৬ /১১/২০১৪ খ্রি: তারিখে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: সাখাওয়াত হোসন এর সভাপতিত্বে মহান বিজয় দিবস' ১৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের নিমিত্তে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইসচেয়ারম্যান ও অন্যান্য সদস্যগণ।
১৬ ডিসেম্বর , ২০১৪ মহান বিজয় দিবস উপলক্ষ্যে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কালের পরিক্রমায় আমাদের মাঝে ফিরে এসেছে জাতির গৌরব ও অহংকারের দিন মহান বিজয় দিবস ১৬ডিসেম্বর । জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমারের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে ১৯৭১ সালের এদিনে বিশ্ব মানচিত্রে অভ্যূদয় বীর সন্তানদের যাদের সর্ব্বোচ্চ দেশপ্রেম আর নির্মোহ আত্নত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীন সার্বভেৌম বাংলাদেশ ।
মহান মুক্তিযুদ্ধের অবিস্বরনীয় ও মহিমান্বিত স্মৃতি অস্লান রাখার প্রায়াসে এদিনটিকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন, সুজানগর, পাবনা ২(দুই) দিন ব্যাপি এক কর্মসূচি গ্রহণ করেছে।
এই কর্মসূচী নিম্নোক্তভাবে গৃহীত হয়:
১৫ তারিখে বিকাল ৩টার সময় শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা।সন্ধ্যা হতে প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় ও রং বেরংয়ের পতাকা দ্বারা সজ্জিতকরণ এবং আলোক সজ্জাকণ।
১৬ তারিখ প্রত্যুষে ১২ টায় ৩১(বার) তপোধ্বনির মাধ্যমে মহানবিজয় দিবস/২০১৪ এর শুভ সূচনা। সকালে সকল প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন। এর পর বিজয় র্যালী শুরু। শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিসেৌধে পুষ্পার্ঘ অর্পণ মাজার জিয়ারত ও দোয়া ।দুপুর ২টা সময় বিভিন্ন ধরনের খেলাধুলা।
এই ভাবে দিবসটি পালন করা হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস